মোহনগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন

গোলাম সারোয়ার নাইম ও নাজমুল হাসান জকি

মোহনগঞ্জ (নেত্রকোন) প্রতিনিধিঃ নেত্রকোনার মোহনগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন নাজমুল হাসান জকি এবং সাধারণ সম্পাদক হয়েছেন গোলাম সারোয়ার নাইম।গতকাল বৃহস্পতিবার নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম স্বাক্ষরিত ৪০ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

আজ শুক্রবার  নবনির্বাচিত সভাপতি নাজমুল হাসান জকি এ তথ্য নিশ্চিত করে বলেন, “জাতীয়তাবাদী আদর্শ সমুন্নত রেখে দেশ ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাব। দলীয় শৃঙ্খলা মেনে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করাই হবে আমাদের প্রথম কাজ।”জেলা ছাত্রদল সভাপতি অনিক মাহবুব চৌধুরী বলেন, “মোহনগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল দীর্ঘদিন সক্রিয়ভাবে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছে। আশা করি নতুন কমিটি সংগঠনকে আরও বেগবান করবে। তরুণ নেতৃত্বই আগামী দিনের শক্তি। সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের লক্ষ্য ও আদর্শে অবিচল থাকতে হবে।”


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ