জাকির হোসেন,শার্শা,যশোর।। যশোরের শার্শায় আরাফাত রহমান কোকো ফান্ডের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আরাফাত রহমান কোকো ফান্ডের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফান্ডের সভাপতি মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফান্ডের উপদেষ্টা রফিকুল ইসলাম সোজা, রুপ চাঁদ , সাধারণ সম্পাদক আবু জাফর, সাংগঠনিক সম্পাদক রনি আহম্মেদ, কোষাধ্যক্ষ মিনারুল ইসলাম, ক্রিড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু তাহের সহ আরও অনেকে । এসময় উপস্থিত ছিলেন, সহ সাংগঠনিক সম্পাদক ইমামুল হোসেন, প্রচার সম্পাদক নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক মুক্তার আলী, শিল্প বিষয়ক মোরশেদ আলী, বন ও পরিবেশ বিষয়ক রাজ্জাক আলী, কার্যনির্বাহী সদস্য শরিফুল ইসলাম, সুমন হোসেন, তাছির উদ্দিন, রাশেদুল ইসলাম সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।