ইউনিয়ন দায়িত্বশীল কর্মশালা বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ সদর


আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার: আজ সকাল ৭ ঘটিকার সময় তিতুমীর জামে মসজিদের দোতলায়   বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ সদর থানার  ইউনিয়ন দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মানিকগঞ্জ সদর থানার বিপ্লবী আমির জনাব মাওলানা ফজলুল হক। সঞ্চালনায় ছিলেন মানিকগঞ্জ সদর থানার সেক্রেটারি অ্যাডভোকেট সালাহ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মানিকগঞ্জ জেলার সাবেক আমির কেন্দ্রীয় নেতা, জননেতা মাওলানা দেলোওয়ার হোসাইন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার সংগ্রামী আমির  হাফেজ মাওলানা কামরুল ইসলাম। 

কর্মশালা অনুষ্ঠানে ক্লাস পরিচালনা করেনঃ মানিকগঞ্জ সদর থানার অর্থ সম্পাদক জনাব নজরুল ইসলাম স্যার। উপস্থিত ছিলেন সহ  সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন। তারবিয়াত সেক্রেটারি সাদেরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর থানার সকল দায়িত্বশীলবৃন্দ প্রধান অতিথির বক্তব্য বলেন, আমরা দুর্নীতি করবো না দুর্নীতিকে প্রশ্রয় দিব না।আমরা চাঁদাবাজি করবো না  চাঁদাবাজি কাউকে করতেও দিব না। বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায়   ও ইনসাফ ভিত্তিক  একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায়। সকল দায়িত্বশীলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ