টাঙ্গাইল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
টাঙ্গাইল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈদ উপহার ও মেহেদী উৎস এর আয়োজন করেছেন দশমিক ফাউন্ডেশন

ঈদ উপহার ও মেহেদী উৎস এর আয়োজন করেছেন দশমিক ফাউন্ডেশন

 আশরাফুল (সরকারি সা'দত কলেজ) প্রতিনিধিঃ ঈদ মানে আনন্দ।  আর ঈদ আনন্দকে ভাগাভাগি করে  নিতে হয় সবার মাঝে সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের সাথে। দশমিক ফাউন্ডেশনের দশমিক পাঠশালার ছিন্নমূল শিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই সবাই।  তাদের কাছে ঈদের দিনটিও অন্যসব দিনের মতোই সাধারণ। ঈদ মানে আনন্দ আর সেই আনন্দ থেকেই বঞ্চিত হয় এসব ছিন্নমূল শিশুরা। তাদেরকে সাথে নিয়েই দশমিক ফাউন্ডেশনের এই আয়োজন। তরুণদের নিজেদের গড়ে তোলা এই দশমিক ফাউন্ডেশন একটি সামাজিক সংগঠন। সোমবার (২৬ জুন) সমাজের ছিন্নমূল শিশুদের ক্ষুদ্র  ঈদ উপহার এবং মেহেদী উৎসব করেছেন এই সমাজসেবীরা। 

এ বিষয়ে দশমিক ফাউন্ডেশনের মহাসচিব আমেনা আক্তার তিলোত্তমা বলেন , ঈদ মানেই আনন্দ। আর বিশেষ করে এই আনন্দ টা শিশুদের জন্য। কিন্তু আমাদের সমাজের কিছু ছিন্নমূল শিশু রয়েছে যারা ঈদ এলে নিজেদেরকে এই আনন্দ থেকে বঞ্চিত করে । তাই প্রতিবছরই চেষ্টা করি ঈদ এলে কিছু অসহায় ছিন্নমূল শিশুদের মুখে হাসি ফোটাতে। সমাজের সকল বিত্তবান ঈদ উপলক্ষে শিশুদের মাঝে বিতরণ করা হয় ঈদের ক্ষুদ্র উপহার এবং মেহেদী উৎসব। সংগঠনের সদস্যরা শিশুদের হাতে লাগিয়ে দেন মেহেদী। নানারকম ডিজাইনে রাঙিয়ে তোলা হয় শিশুদের হাতে এতে করে শিশুরাও খুব খুশি।

এসময় দশমিক ফাউন্ডেশনের সহ - সভাপতি অমি খান, কানিজ ফাতিমা মীম,মহাসচিব আমেনা আক্তার তিলোত্তমা, কোষাধ্যক্ষ  নিলয় সাহা সদস্য আফরোজা আনিফা,আল মামুন,তানভীর সহ সকলেই উপস্থিত ছিলেন। দশমিক ফাউন্ডেশনের সদস্যরা দশমিক পাঠশালাকে আরো বড় করতে চান ছিন্নমূল শিশুদের পাশে থেকে তাদের কে সাহায্য সহযোগিতা করতে চান। ইনশাআল্লাহ দশমিক ফাউন্ডেশন সামনে আরো এগিয়ে যাবে।

খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন

খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন


ডা.এম.এ.মান্নান,  টাংগাইল জেলা প্রতিনিধি: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের করাগারে বন্দী থাকায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করবেন দলটির যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসাইন। সোমবার,৭ জুন ২০২১ খ্রি. রাতে অনুষ্ঠিত সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আমীরে মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে সংগঠনের নায়েবে আমীর, যুগ্ম মহাসচিব, সম্পাদকবৃন্দ ও নির্বাহী পরিষদের সদস্যগণ সংযুক্ত ছিলেন।

মধুপুরের উৎপাদিত সবজি বিদেশে রপ্তানী হচ্ছে

মধুপুরের  উৎপাদিত সবজি বিদেশে রপ্তানী হচ্ছে

আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে রপ্তানী যোগ্য শাক সবজীর উৎপাদন বৃদ্ধির পাশা পাশি রপ্তানীর পরিমান দিন দিন বৃদ্দি পাচ্ছে।মধুপুর হতে মধ্যপ্রাচ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে শাক সবজি  রপ্তানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মধুপুরের তত্ত্বাবধানে উৎপাদিত চাল কুমড়া,চিচিঙ্গা, ধুন্দল, বেগুন, পটল,পাট শাক,লাল শাক,পেপে সহ বিভিন্ন প্রকার শাক সবজি মধ্য প্রাচ্য সহ ইউরোপের যুক্তরাজ্য, ইটালি,জার্মানি, ফ্রান্স  সহ বিভিন্ন দেশে রপ্তানী দিন দিন বৃদ্দি পাচ্ছে।এ ক্ষেত্রে রপ্তানীযোগ্য সবজি সটিং,গ্রেডিং,প্যাকেজিংসহ সাক সবজি মোড়কজাত করনে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং হর্টেক্স ফাউন্ডেশনের মাধ্যমে স্হাপিত সিসিএমসি সেন্টার। সিসিএমসি সেন্টার স্হাপনের ফলে স্হানীয় সবজি চাষীগণ তাদের উৎপাদিত সবজি  এ সিসিএমসি সেন্টারে নিয়ে আসছেন। শাক সবজি গ্রেডিং করে প্রক্রিয়া জাত করনের মাধ্যমে বিদেশে রপ্তানী করা হচ্ছে। ফলে এক দিকে যেমন স্হানীয় চাষীরা তাদের উৎপাদিত সবজির ন্যায্য মূল্য পাচ্ছেন অপরদিকে নিরাপদ সবজি উৎপাদন বৃদ্দি পাওয়ায় সবজি চাষে বালাই নাশকের ব্যাবহার কমে যাচ্ছে। ফলে বৈদেশিক মূদ্রা অর্জন এবং এলাকার সামাজিক অবস্হার উন্নয়নের গুরুত্বপুর্ন ভুমিকা পালন করছে।
বর্তমানে এস আর এন্ট্রারপ্রাইজ,তাসফিক ইন্টার ন্যশনাল এবং এস আর এন্টারপ্রাইজ মধুপুর হতে বিদেশে সবজি রপ্তানী করছেন। মধুপুর হতে ইতিমধ্যে প্রায় ৫ মেট্রিক টন বিভিন্ন প্রকার সবজি যুক্তরাজ্য, ফ্রান্স, ইটালী সহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানী হয়েছে। মধুপুর উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান জানান,উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের তত্বাবধানে বালাইনাশক বিহীন এসব শাক সবজি বিদেশে রপ্তানী সহ দেশে এর চাহিদা দিন দিন বৃদ্দি পাওয়ায় মধুপুরের সবজী চাষীগণ বালাইনাশক বিহীন এসব সবজি চাষে আগ্রহ প্রকাশ করছেন। যার ফলে মধুপুরে সবজি চাষে বালাই নাশক ব্যাবহার কমে যাচ্ছে। আর এসব সবজি চাষ করার ফলে বৈদেশিক মূদ্রা অর্জন সহ এলাকার অার্থ সামাজিক অবস্হার উন্নয়নে গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করছে। উপজেলার কুড়াগাছা এলাকার সবজি চাষী হাবিবুর রহমান তারা, হাজী ছবর আলী জানান,বালাইনাশক বিহীন  আমাদের উৎপাদিত সবজি বিদেশের বাজারে  রপ্তানি হওয়ায় এবং দেশেও এর চাহিদা বৃদ্দি পাওয়ায় আমরা নিজেরা যেমন গর্বিত তেমন লাভবান হচ্ছি। এদিকে সবজি রফতানি কারক প্রতিষ্ঠান এস আর এন্টার প্রাইজের সত্ত্বাধীকারী শাহাব উদ্দিন জানান, বালাই নাশক বিহীন এসব সবজির চাহিদা বিশ্বের বাজারে দিন দিন বৃদ্দি পাওয়ায় আমরাও আশাবাদি আগামী দিন গুলোতেও বিশ্বের বাজারে মধুপুরের বালাইনাশক বিহীন উৎপাদিত মান সম্মত এসব সবজী রপ্তানী করতে পারব বলেও  তিনি আশা ব্যক্ত করেন।

নাগরপুরে অর্নাস চর্তুথ বর্ষের ছাত্র আজাদ এর আত্মহত্যা

নাগরপুরে অর্নাস চর্তুথ বর্ষের ছাত্র  আজাদ এর আত্মহত্যা

টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে পরকিয়া সর্ম্পক জেনে যাওয়ায় গৃহশিক্ষককে চোরের অপবাদ দিয়ে আত্মহত্যা করতে বাধ্য করলেন গৃহকর্তা। ঘটনার শিকার উপজেলার মামুদনগর ইউনিয়নের চারাবাগ গ্রামের করটিয়া সা'দত বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র মো. আজাদ মিয়া (২৪)। মঙ্গলবার দুপুরে চারাবাগ গ্রামে আত্মহত্যার ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের মো. মেহের আলীর ছেলে। মৃত্যুর আগে আত্মহত্যার কারণ নিজ হস্তে চিরিকুটে লেখে গেছেন ওই ছাত্র ।
এলাকাবাসী জানান, অনার্স পড়ুয়া ছাত্র আজাদ পাশের বাড়ীর শওকত এর ছোট ছেলেকে প্রাইভেট পড়াতো। শওকত প্রবাসী হওয়ায় তার স্ত্রী একই গ্রামের রাসেলের সাথে দীর্ঘদিন ধরে পরকিয়া করে আসছে।
অনৈতিক কার্যকলাপ দেখে ফেলায় আজাদকে চোরের অপবাদ দিয়ে আত্মহত্যায় বাধ্য করতে পারে। 

চিঠির বক্তব্যঃ
“মৃত্যুর আগে কেউ মিথ্যে কথা বলে না, এখন আমি সত্য কথা বলে দুনিয়ার বুক থেকে চলে যাবো। রাসেলের সাথে আমার ভাল সম্পর্ক। কিন্তু শওকতের স্ত্রীর সাথে রাসেলের অবৈধ সম্পর্ক আছে। মাঝে মধ্যে শওকত এর স্ত্রীর সাথে রাসেল অসামাজিক কার্যকলাপে লিপ্ত হত যা আমি দেখে ফেলি। বিষয়টি কাউকে না বলার জন্য মাঝে মধ্যে আমাকে টাকা দিতো রাসেল । এদিকে শওকতের স্ত্রী কুলসুম পাশের এলাকার তোফার স্ত্রী গেন্দির কাছ থেকে সাত লক্ষ টাকা ধার আনে। গেন্দি টাকা ফেরৎ পেতে চাপ দেন শওকতের স্ত্রী কুলসুমকে। কুলসুম টাকা ফেরৎ চাওয়ার বিষয়টি রাসেলকে জানান। তোফার স্ত্রীর টাকা যাতে ফেরৎ দেয়া না লাগে রাসেল ও কুলসুম মিলে পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী রাসেল আমাকে ফোন দিয়ে শওকতের বাড়ীতে যেতে বলে। যাবার পরে রাসেল বলে, কুলসুমের ফোন কিছুক্ষনের জন্য তোর কাছে রাখবি। পরে কুলসুম ফোন খোজাখুজি করলে তুই বলবি যে তোফার স্ত্রী গেন্দি তোরে ফোনটা দিয়েছে।
তখন গেন্দিকে চোরে অপবাদ দিবো যাতে টাকা ফেরৎ দিতে না হয়। কিন্তু পরে মোবাইল চোরের অপবাদটা আমার উপর চাপিয়ে দেওয়া হয়। আমার মা বাবা ও সমাজের কথা চিন্তা করে আমি তা কিছুতেই মেনে নিতে পারি না। শুধু তাই নয় রাসেল একজন ইয়াবাখোর। মাঝে মধ্যে শওকতের ছেলে ও রাসেল ইয়াবা সেবন সহ মেয়ে এনে রাতভর বাড়ীতে ফুর্তি করে এবং আযানের সময় বিদায় করে দেয়। ভোরে মেয়েটিকে বিদায় করার সময় পাশের বাড়ীর আবু তালেবের ছেলে রাকিব দেখে ফেলে। চোরের অপবাদ সইতে না পেরে আমি পৃথিবী থেকে বিদায় নিলাম।”
মৃত্যুর আগে এমনটাই লিখে যান আজাদ।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান বলেন, আত্মহত্যার সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্থলে ফোর্স পাঠাই। লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে প্রেরণ করি। তদন্ত রিপোর্ট ও অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।