ডা.এম.এ.মান্নান
টাংগাইল জেলা প্রতিনিধি:
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় ৫৭ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
গত শনিবার,১১ জুলাই ২০২০ খ্রি.সকাল:১০.০০ টায় রাজধানীর গুলশান নিকেতন এলাকায় সংগঠনের সেন্ট্রাল কার্যালয়ে ৫৭ জন বিশিষ্ঠ কমিটি ঘোষনা করা হয়। এতে সভাপতি সাকিব ইরতেজা চৌধুরী (সাকিব সনেট) সাধারণ সম্পাদক মোঃ আবির হোসেন সহ ৫৭ জন সাংবাদিক প্রতিনিধির নাম আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করা হয়। এ সময় উপদেষ্টা মন্ডলী ছাড়াও সাবেক ও বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের এক পতাকা তলে ঐক্যবদ্ধ থেকে স্বাধীনভাবে কাজ করতে ও তাদের উন্নয়নই মূল লক্ষ্যে। এক বছররের জন্য গঠিত এ কমিটির সভাপতি হলেন সাকিব ইরতেজা চৌধুরী ( সাকিব সনেট) এবং সাধারণ সম্পাদক মো. আবির ইসলাম।
সম্পন্ন কমিটির নাম ও পদবী নিম্মরুপ-
সভাপতি – সাকিব ইরতেজা চৌধুরী,
সহ-সভাপতি- রেজাউল আহসান সিকদার,
সাধারণ সম্পাদক – মো. আবির ইসলাম,
যুগ্ম সাধারণ সম্পাদক – জামিল চৌধুরী,
সাংগঠনিক সম্পাদক – বেলায়েত বাবলু,
সহ-সাংগঠনিক সম্পাদক – মনসুর আহমেদ,
প্রচার ও প্রকাশনা সম্পাদক-তাওহীদুল ইসলাম,
দপ্তর সম্পাদক – মাসুদ রানা চৌধুরী,
অর্থ বিষয়ক সম্পাদক – জি এম পেয়ারু,
পরিকল্পনা বিষয়ক সম্পাদক – এম ডি আল আনিসুজ্জামান ( চঞ্চল),
সহ-পরিকল্পনা সম্পাদক- মো. বকুল হোসেন,
তথ্য সম্পাদক – সোহাগ চন্দ্র দাস,
সংস্কৃতি সম্পাদক – মো. মোরশেদুল হক,
ধর্ম বিষয়ক সম্পাদক – আল – আমিন বাপ্পি,
সমাজকল্যাণ বিষয়ক-মমতাজ উদ্দীন আহমদ,
সহ-সমাজকল্যাণ বিষয়ক – সৈকত দেওয়ান,
আইন-বিষয়ক সম্পাদক-সোহেল মোল্লা সাব্বির
আন্তর্জাতিক বিষয়ক- সোহাগ মল্লিক,
মহিলা বিষয়ক সম্পাদক – নাজনীন সুলতানা তুলি, সহ-মহিলা বিষয়ক সম্পাদক – ইসমত জেরিন মিথিলা, সহ-মহিলা বিষয়ক সম্পাদক – ইয়ামুন নাহার।
কেন্দ্রীয় কার্যকরী সদস্য – মো. রেজাউল করিম রাজ, মো. নূরুল ইসলাম আকাশ, মো. আসিফ বিন মালেক। সদস্য- মো. মামুন সিকদার, মুহতামিম ইসলাম নাঈম, মো. মাসুম বিল্লাহ, প্রদীপ কুমার দেবনাথ, তানজিম হোসেন রাকিব, মো. লুৎফর রহমান, পিকলু দত্ত, মো. আকবর হোসেন, মো. মেহের আহমেদ, কাউসার হামিদ, শাহাদাত হোসেন, রোমান রায়, মো. মাহবুব হোসেন, মিরাজুল ইসলাম, রাজু আনোয়ার, মো. মোজাম্মেল, মো. শফিকুল রহমান, মো. জাকারিয়া হোসেন, মো. হুমায়ুন কবির,
মো. এনায়েত হোসেন, ডা.এম.এ.মান্নান, মাহবুব হোসাইন, মেরাজুল ইসলাম রিক্ত, মোর্শেদ রাজু, আব্দুল হামিদ, আসিব হাসান, জসীমউদ্দিন খোকন, মো. নায়েব হোসে, উজ্জ্বল কুমার দাস, মো. রাকিব শেখ, আজিমূর রহমান, মো. মিসবাহ উদ্দীন খান আসাদ।
কমিটি গঠন শেষে সদ্য নির্বাচিত সভাপতি সাকিব ইরতেজা চৌধুরী বলেন, সাংবাদিকতায় শুদ্ধতার চর্চা করতে হবে। সাংবাদিকদের উন্নয়নে সবধরনের সহযোগিতা করা হবে।
সাধারণ সম্পাদক মো.আবির ইসলাম বলেন, আমরা অপ সাংবাদিতা রুখে দিব।কোন ভাবেই অপ সাংবাদিকতা বরদাস্ত করা হবেনা।