খোন্দকার আব্দুল্লাহ বাশার,খুলনা ব্যুরো প্রধানঃ মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে ঝিনাইদহের কেন্দ্রীয় বাস টার্মিনালে ঢাকাগামী চুয়াডাঙ্গা ডিলাক্সের একটি বাস তল্লাশি দুই মহিলা মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে পুলিশ।
আটক সালমা ও বিউটি খাতুনের বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর এলাকায়।মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহের কেন্দ্রীয় বাস টার্মিনালে তল্লাশি চালায় পুলিশ। সদর থানার উপ পরিদর্শক এস আই মোঃ মোকলেসুর রহমানের নেতৃত্বে একটি দল এই অভিযানে অংশ নেয়।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, মাদক পাচারের গোপন সংবাদে কেন্দ্রীয় বাস টার্মিনালে চেকপোস্ট বসানো হয়। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে ঢাকা গামী চুয়াডাঙ্গা ডিলাক্সের একটি বাসে তল্লাশি চালিয়ে বিউটির কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের তাদের তথ্যমতে বাসের মধ্যে লুকিয়ে রাখা ৭১ বোতল ফেন্সিডল উদ্ধার করা হয়েছে।
,বুধবার মাদক আইনের মামলার মাধ্যমে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।