নিজ নির্বাচনী এলাকায় আবারও মহিলা সদস্য প্রার্থী বিউটির ব্যাপক সাড়া

নিজ নির্বাচনী এলাকায় আবারও মহিলা সদস্য প্রার্থী বিউটির ব্যাপক সাড়া
মোঃ নাঈম হাসান ঈমন স্টাফ রিপোর্টারঃ
আসন্ন ইউপি নির্বাচনে ঝালকাঠির নলছিটির নাচনমহল ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বর পদে বর্তমান মেম্বর ও নাচনমহল মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সকলের পরিচিত মুখ নার্গিস সুলতানা বিউটি জনসমর্থনে এগিয়ে। বিগত ২০১৬ সালের ২৩ মার্চ ইউপি নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে দলমতের উর্ধ্বে উঠে সকলকে নিয়ে এলাকায় মানুষের সাথে গড়ে তুলেন নিবিড় সম্পর্ক। তার স্বামী  সাইকুল ইসলাম নান্নু ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হওয়ায় এলাকার প্রতিটি ঘরে ঘরে রয়েছে পদচারণা। সে সুবাদে এলাকার হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে সকল শ্রেণির মানুষের সুখ-দুঃখের সাথী নার্গিস সুলতানা বিউটি।  তার নির্বাচনী এলাকায়ই পৈতৃকনিবাস, শ্বশুর বাড়ি, নানা বাড়ি এবং অন্যান্য আপন আত্মীয়-স্বজন। এ ছাড়া ইউনিয়ন পরিষদের পাশেই তার বসবাস। তাই এলাকার কোন নাগরিকের নাগরিক সেবা, সামাজিক সুযোগ- সুবিধা এবং যোগাযোগ রক্ষা করতে কোন বেগ পেতে হয়নি বিগত পাঁচ বছরে।  এলাকায় সরজমিনে ঘুরে নারর্গিস সুলতানা বিউটি'র ব্যাপক জনসমর্তন লক্ষ্য করা যায়। নার্গিস সুলতানা জানান এলাকার ছোটবড় সকলের ভালবাসায় তিনি মুগ্ধ, তিনি আজীবন এ ভালোবাসাকে পুঁজি করে জনসেবা করতে চান। আসন্ন নির্বাচনে তিনি নাচনমহল ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে আবারও বিপুল ভোটে নির্বাচিত হবেন এবং মানুষের ভালোবাসা এবং দোয়ার মর্যাদা রক্ষা করবেন ইনশাল্লাহ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ