কাজিপুর হাজরাহাটিতে পূর্বশত্রুতার জের ধরে হামলা ও জনতার হাতে চাকু সহ আটক- ৩

মাসুদ রানা সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ কাজিপুর চালিতাডাঙ্গা ইউনিয়নে হাজরাহাটি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার সন্ধায় ৭টায় হাজরাহাটি বাজারে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় মৃত: ইদ্রিস আলী ছেলে মোঃ জাহাঙ্গীর আলম এর সাথে দীর্ঘদিন যাবত একই গ্রামের ওসমান গুণীর ছেলের মোঃ মানিক (১৯) (অদুত), আল আমিন ছেলে মেনহাজ আলী (১৮), আলমগীর এর ছেলে মোঃ সাগর আহম্মেদ(১৯), রফিকুল ইসলাম এর ছেলে জুবায়ের (১৮) সহ আরো ৭/৮জনের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে গতকাল ২মার্চ সন্ধা ৭টায় হাজরাহাটি বাজারে জাহাঙ্গীর এর উপর অতর্কিত ভাবে হামলা চালায়। এমন সময় মানিক মিয়া পিছন থেকে বারমিছ চাকু দিয়ে আক্রমন করে জাহাঙ্গীরের আত্মচিৎকারে বাজারে থাকা জনতা হাতে না তে চাকু সহ আটক করে বলে জানা যায়। এ ব্যাপারে একই গ্রামের আহম্মেদ হোসেনের ছেলে রফিকুল ইসলাম আমিন হোসেনের ছেলে আমজাদ আবুল হোসেন এর ছেলে জালাল উদ্দিন, হযরত আলীর ছেলে আব্দুল হালিম, আমজাদ হোসেন এর ছেলে দুদু খা সহ আরো অনেকেই বলেন এই ছেলে গুলো উৎচিংখল ডাঙ্গাবাজা। এদের ১০/১২ জনের একটা গ্যাং আছে, এদের দ্বারা এমন কোন কাজ নাই যে তারা করে না। এরা ১০/১২ জন সব সময় চাকু নিয়ে ঘোরাফেরা করে স্কুল কলেজের মেয়েদের সাথে সব সময় ইভটিজিং সহ না ধরনের সন্ত্রসী চাঁদাবাজি বিভিন্ন  খারাপ কাজে লিপ্ত থাকে। এবিষয়ে চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোঃ আতিকুল ইসলাম মুকুল তিনি বলেন ঘটনাটি শুনেছি, এর একটা সুষ্ঠ বিচার করতে হবে তা না  হলে আগামীতে বড় ধরনের দূর্ঘটনার আশংকা রয়েছে। চাকু সহ ৩জন কে ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলীর জিম্বায় রাখা হয়েছে বলে তিনি জানান। কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান সিরাজীর সাথে কথা বলে তিনি জানান, বিষয়টি শুনেছি এর একটা মীমাংসের প্রক্রিয়া চলছে। 

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ