সব শুকুরান মোঃআবু বকর সিদ্দীক

 
কোন মহানের সৃষ্টি বলো,
এমন সকল যন্ত্র। 
মরবে সবে উঠবে আবার,
সশরীরে জ্যান্ত।

কত টাকা দিচ্ছি তারে!!
আমরা মানব জাতি!!
তবুও যে কৃর্পা করে,
জ্বলছে সদা বাতি।

কোন কারিগর করছে গঠন,
মানব মন্ডলী।
সব শুকুরান তাহার তরে,
আপন মুখের বুলি।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ