দেশে চালু হচ্ছে সবচেয়ে বড় করোনা হাসপাতাল

রাসেল / হাসান সাদী স্টাফ রিপোর্টারঃ  আগামীকাল( ১৮ ই এপ্রিল) চালু হচ্ছে দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতাল। ১হাজার বেডের এই হাসপাতালের নাম দেওয়া হয়েছে ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতাল।
 এখানে ১০০ শয্যার আইসিইউ এবং ১১২ টি এইচডিইউ স্থাপন করা হয়েছে। এছাড়া রোগীদের জন্য সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের ব্যবস্থাও রয়েছে। এই হাসপাতালে চিকিৎসাসেবা দিতে ৫ শত  চিকিৎসক, ৭ শত  নার্স, ৭শত  স্টাফ এবং ওষুধ সরঞ্জাম এর ব্যবস্থা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতালটি  পরিচালনা করবে বাংলাদেশ সেনাবাহিনী।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ