বিজ্ঞাপন বিভাগ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিজ্ঞাপন বিভাগ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

নোবিপ্রবিতে ইএসডিএম বিভাগে ল্যাব ও স্মার্ট সেমিনার লাইব্রেরি ওয়েবসাইট উদ্বোধন

নোবিপ্রবিতে ইএসডিএম বিভাগে ল্যাব ও স্মার্ট সেমিনার লাইব্রেরি ওয়েবসাইট উদ্বোধন

নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট  (ইএসডিএম) বিভাগে এনভায়রনমেন্টাল কোয়ালিটি এসেসমেন্ট ল্যাব এবং স্মার্ট সেমিনার লাইব্রেরি ম্যানেজমেন্ট ওয়েবসাইট উদ্বোধন করা হয়। আজ সোমবার (২২ জানুয়ারি ২০২৪) সকালে ইএসডিএম বিভাগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ  অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও শিক্ষক সমিতির সভাপতি  অধ্যাপক ড. বিপ্লব মল্লিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইএসডিএম বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মহিনুজ্জামান। এছাড়াও অনুষ্ঠানে বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উদ্বোধন শেষে উপাচার্য ল্যাব পরিদর্শন করেন। এসময় তিনি ল্যাবে স্থাপিত অত্যাধুনিক যন্ত্রপাতি সঠিক উপায়ে ব্যবহারের পরামর্শ দেন। এরপর তিনি স্মার্ট সেমিনার লাইব্রেরি ম্যানেজমেন্ট ওয়েবসাইট এর প্রদর্শনী পর্যবেক্ষণ করেন এবং এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

প্রসঙ্গত, এনভায়রনমেন্টাল কোয়ালিটি এসেসমেন্ট ল্যাবে স্থাপিত যন্ত্রপাতি পরিবেশের মূল উপাদান যেমন মাটি, পানি, বায়ু, শব্দ ইত্যাদির গুণগত ও পরিমাণগত বিশ্লেষণে ব্যবহৃত হবে। অন্যদিকে স্মার্ট সেমিনার লাইব্রেরি ম্যানেজমেন্ট ওয়েবসাইট এর মাধ্যমে শিক্ষার্থীরা সহজে বই নিতে পারবে এবং পড়া শেষে জমা দিতে পারবে। ওয়েবসাইটে বিভাগের একাডেমিক বই, জার্নাল ও পাবলিকেশনের অনলাইন সংস্করণ দেয়া রয়েছে, যা সহজে ডাউনলোড করা এবং পড়া সম্ভব।

অকালে চুল পড়ে যাওয়ার কারণ- ডাঃ জাহেদ পারভেজ

অকালে চুল পড়ে যাওয়ার কারণ- ডাঃ জাহেদ পারভেজ

মোঃরেজাউল ইসলাম শাফি,নিউজ ডেস্কঃ
চুল পড়ে যাওয়াকে ডাক্তারি ভাষায় অ্যানড্রোজেনেটিক অ্যালোপিসিয়া বলে। মাথার উপরিভাগের চুল ও দুই পাশের চুল পাতলা হয়ে যায়। প্রতিদিন ১০০ থেকে ১২৫টি চুল পড়ে স্বাভাবিকভাবেই। চুল পড়ে যাওয়া তখনই সমস্যা যখন দিনে ১২৫টির বেশি চুল পড়ে এবং সেই চুল গজায় না। পরিবারে চুল পড়ার সমস্যা থাকলে চুল পড়ার সম্ভাবনা খুব বেশি থাকে। চুল পড়ে যাওয়াকে দুই ভাগে ভাগ করা যায়।

অ্যানাজেন ইফফ্লুভিয়াম

নানারকম ওষুধ ও কেমোথেরাপির জন্য যখন চুল পড়ে তাকে অ্যানাজেন ইফফ্লুভিয়াম বলে।

টেলোজেন ইফফ্লুভিয়াম

আর চুলের ফলিকল যখন রেস্টিং স্টেজে যায় তখন তাকে টেলোজেন ইফফ্লুভিয়াম বলে। চুলের ফলিকল রেস্টিং স্টেজে যাওয়া মানে চুল আর বড় না হওয়া এবং এক সময় চুল ঝরে যাওয়া।

কারণ

-শারীরিক অসুস্থতা যেকোনো অপারেশনের পর, রক্তস্বল্পতা, ওজন কমে যাওয়া, হজমের সমস্যা।

-মানসিক চাপ ও অতি কর্মব্যস্ততা।

-      মূত্রনালীর প্রদাহ।

-গর্ভাবস্থা, পরিবার পরিকল্পনার জন্য পিল খাওয়া। মাসিক বন্ধ হয়ে যাওয়া। অতি মাত্রায় ভিটামিন 'এ' গ্রহণ, উচ্চ রক্তচাপের ওষুধ গ্রহণ।

-খুশকি

-অপরিচ্ছন্নতা

-বংশগত

চিকিৎসা

ওজন কমানোর জন্য অতিরিক্ত ডায়েটিং অনেক সময় চুল পড়ার কারণ। অবশ্যই ডায়েটিশিয়ান, নিউট্রিশনিস্ট কিংবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবার তালিকা নির্ধারণ করা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, মানসিক চাপ চুল পড়ার অন্যতম কারণ। এ সময় নতুন চুল গজায় না এবং চুল বাড়ে না।

শরীর সারাতে ব্যস্ত থাকে সব শক্তি এবং অনাদরে পড়ে যায় চুল। এসব ক্ষেত্রে চুল পড়তে থাকে তিন মাস আবার চুল গজাতে সময় লাগে তিন মাস। তাই পুষ্টিকর খাবার রাখতে হবে খাবার তালিকায়। খাবারে অনিয়ম করা যাবে না। অসুস্থতায় হাই প্রোটিন ডায়েট থাকতে হবে। আয়রন ডেফিশিয়েন্সি থাকা যাবে না।

পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাই আসলে চুল ও স্ক্যাল্পের সবচেয়ে বড় যত্ন। চুলের সঠিক যত্নের জন্য প্রথমেই চুলের সঠিক ধরন জেনে নেওয়া জরুরি। চুলের ধরন বুঝে চুলের জন্য প্রয়োজনীয় পণ্য ব্যবহার করা উচিত। অতিরিক্ত রাসায়নিক প্রোডাক্ট ব্যবহার করা যাবে না। ক্রমাগত গরম কিছু ব্যবহার যেমন, ব্লোড্রায়ার, আয়রন এগুলো যতটা সম্ভব কম ব্যবহার করতে হবে।

চুলের অন্যতম শত্রু হলো খুশকি। ড্যানড্রাফ হলো চুলের সাইলেন্ট কিলার। তাই খুশকির প্রতিকার করতে হবে দ্রুত। কী কারণে চুল পড়ছে সেটা নির্ধারণ করা জরুরি। সেই অনুযায়ী চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে।

 
ডা. জাহেদ পারভেজ বড় ভূঁইয়া

চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ এবং এয়েস্থেটিকস সার্জন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
চেম্বার : ডা. জাহিদ হেয়ার অ্যান্ড স্কিনিক
গ্রিনরোড, পান্থপথ, ঢাকা।

হযরত ইউসুফ শাহ (রহঃ) বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল আগামী ৩ ফেব্রুয়ারি

হযরত ইউসুফ শাহ (রহঃ) বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল আগামী ৩ ফেব্রুয়ারি

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম, 
কুলাউড়া উপজেলার ৮নং রাউৎগাঁও ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ভবানীপুর হযরত ইউসুফ শাহ রহঃ এর ঈসালে সাওয়াব উপলক্ষে খতমে কোরআন,খতমে বুখারী, খতমে খাজেগান ,মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আগামী ০৩/০২/২০২১ ইং ২০ মাঘ রোজ বুধবার  দুপুর ২ ঘটিকা হইতে মধ্য রাত পর্যন্ত মাহফিল অনুষ্ঠিত হবে।উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করিবেন, এ.কে.এম মোজ্জামেল আহমদ। 

প্রধান অতিথি হযরত মাওঃ সোহরাব হোসেন সাহেব, একরাম নগরী।
প্রধান বক্তা হযরত মাওঃ মখলিছুর রহমান সাহেব, হবিগঞ্জী।

বিশেষ অতিথিবৃন্দ, হযরত মাওঃ আব্দুস সালাম সাহেব, সুপার ভবানীপুর ছি,পি দাখিল মাদ্রাসা।  হযরত মাওঃ আহসান হাবীব রাজুল, ইমাম বি,আর,টিসি,এল পাঞ্জেগানা জামে মসজিদ কুলাউড়া। হাফিজ মাওঃ আব্দুর রাজ্জাক সাহেব, ইমাম ও খতিব পশ্চিম ভবানীপুর জামে মসজিদ। 
এছাড়া আরো স্থানীয় উলামায়ে কেরামগণ ওয়াজ ফরমাইবেন।উক্ত মোবারক মাহফিলে সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগীতা কামনা করছি।

 >>>দাওয়াতক্রমে<<<
মাজার পরিচালনা কমিটির পক্ষে
মোঃ সিরাজুল ইসলাম (শায়েখ)
        সাধারণ সম্পাদক 
প্রয়োজনেঃ 01726975501

অধিকার আদায়ে অনলাইন প্রেস ইউনিটির সদস্য হওয়ার আহবান

অধিকার আদায়ে অনলাইন প্রেস ইউনিটির সদস্য হওয়ার আহবান

প্রেস বিজ্ঞপ্তিঃ  অনলাইন সাংবাদিকতা ও সংবাদমাধ্যমের বিভিন্ন অধিকার আদায়ের লক্ষ্যে ২০১০ সালে প্রতিষ্ঠিত অনলাইন প্রেস ইউনিটির নতুন সদস্য সংগ্রহ কর্মসূচী শুরু হয়েছে।

২৬ জানুয়ারী বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবে ভার্চুয়াল লাইভে অনুষ্ঠানিকভাবে এই কর্মসূচীর উদ্বোধন করেন সাবেক সভাপতি অধ্যাপক শুভংকর দেবনাথ। কার্যকরী সভাপতি এ্যাডভোকেট নূরনবী পাটোয়ারী জানান, নীতিমালা দেয়া হয়েছে কিন্তু অনলাইন নিউজ পোর্টাল-এর জন্য কোন সুবিধা দেয়া হয়নি। বরং নিউজ পোর্টাল বন্ধের পাশাপাশি বিভিন্ন উদ্যেগ নেয়া হচ্ছে, এ থেকে উত্তরণের জন্য 'বায়ান্ন প্রেরণা-একাত্তর চেতনা সকল জাতীয় বীর শ্রদ্ধাজন-আমাদের লক্ষ্য একটাই সুষ্ঠু সংবাদ-সমৃদ্ধ দেশ প্রয়োজন।' শ্লোগানকে লালনে আগ্রহী যে কোন সংবাদযোদ্ধা অনলাইন প্রেস ইউনিটির সদস্য হতে পারবেন। সদস্য হতে নামÑঠিকানা-বয়স-শিক্ষা ও কর্মস্থলের নাম লিখে ০১৭৯৫৫৬৮১৩৭ নম্বরে কল করলেই প্রাথমিক সদস্য করে নেয়া হবে। এছাড়াও কেন্দ্রীয় দপ্তর ৩৩ তোপখানা রোড, ঢাকা ১০০০ তে এসেও সদস্য হতে পারবেন। সংবাদযোদ্ধাদের অধিকার আদায়ে প্রতিষ্ঠাতা কলামিস্ট মোমিন মেহেদী অনলাইন প্রেস ইউনিটির সকল সদস্যকে নিয়ে জাতীয় প্রেসক্লাবে ৩ মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে'তে 'সংবাদযোদ্ধা র‌্যালী' করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, সাগর-রুণী সহ সকল সংবাদযোদ্ধার ঘাতকদের বিচারের দাবিতে সমাবেশ, করোনা পরিস্থিতিতে সংবাদযোদ্ধাদের জন্য ফ্রি পিপিই, প্রণোদনার দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান সহ গত ১০ বছরে সংবাদপত্র ও সংবাদযোদ্ধাদের দাবি আদায়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে অনলাইন প্রেস ইউনিটি।

অসহায় স্বামীপরিত্যক্ত বিধবা নারীদের জন্য ফ্রী পার্লার ট্রেনিং

অসহায় স্বামীপরিত্যক্ত বিধবা নারীদের জন্য ফ্রী পার্লার ট্রেনিং

প্রেস বিজ্ঞপ্তিঃ এই প্রথমবারের মতো SATKHIRA BUSINESS GALLERY পক্ষ থেকে অসহায় স্বামীপরিত্যক্ত বিধবা নারীদের জন্য ফ্রী পার্লার ট্রেনিং এর উদ্যোগ গ্রহণ।  

সাতক্ষীরা বিজনেস গ্যালারির পক্ষ থেকে ও বধুয়া বিউটি পার্লারের আয়োজনে ২০ দিনের জন্য অসহায়, স্বামী পরিত্যাক্তা বিধবা নারীদের ফ্রী পার্লার  ট্রেনিং  শেষ করার পর
১৫  জন নারিকে আজ ২৩/০১/২০২১ সার্টিফিকেট প্রদান করা হলো,,
অনুষ্ঠানটি আয়োজন করেছেন বধুয়া বিউটি পার্লারের ওনার ও সাতক্ষীরা বিজনেস গ্যালারির এডমিন রোটারিয়ান সিনথীয়া নির্ঝর তানিয়া, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার ভাইস  চেয়ারম্যান এস এম মারুফ তানভীর হুসাইন সুজন, বাংলাদেশ মহিলা সংস্থার জেলা চেয়ারম্যান জ্যোৎস্না আরা,এডভোকেট লিমা,  গ্রুপের মডারেটরবৃন্দ সহ  অনেকে, সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা  বলেছেন এই প্রথমবারের মতো সাতক্ষীরাতে অসহায় হতদরিদ্র নারীদের নিয়ে নতুন স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছেন সিনথীয়া নির্ঝর তানিয়া আমরা তানিয়াকে কৃতজ্ঞতা জানাই ও সকল প্রকার সহয়তার আশা প্রকাশ করেন অতিথিবৃন্দরা। 
উক্ত অনুষ্ঠানে গ্রুপের এডমিন সিনথীয়া নির্ঝর  তানিয়া বলেন আমি আরো বেকারত্ব অসহায় নারীদের জন্য বিভিন্ন ট্রেনিং ও প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেকের কর্মসংস্থান তৈরি করে দিতে চাই যাতে করে সবাই নিজের পায়ে দাঁড়াতে পারে আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি আরো অন্য অন্য ট্রেনিং গুলো দিতে পারি। 

অনুষ্ঠানের শেষে মধ্যাহ্নভোজের  আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটি সমাপ্তী ঘোষণা করেন।

নিখোঁজ বালকের সন্ধান চাই

নিখোঁজ বালকের সন্ধান চাই

মোঃ লাতিফুল আজম,নীলফামারী প্রতিনিধি: নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার নিতাই পানিয়াল পুকুর  খোলা হাটি গ্রামের  মোঃ মোরশেদ ইসলাম  নামে  একজন বালক  হারিয়ে গেছে।সে সৈয়দপুর আলহেরা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।  তার বয়স  ১৭ বছর। গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকার,শরিরের গঠন হালকা-পাতলা , মাথার চুল কাল ও ছোট, পরণে ছিল নেভি ব্লুলু রংয়ের পায়জামা-পাঞ্জাবি, মাথায় ছিল সাদা রঙের টুপি। আঞ্চলিক বাংলা ভাষায় কথা বলতে পারেন। সে গত সোমবার ১৮/১/২০২১, তারিখে বিকেল অনুমান ৪টার দিকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়।সম্ভাব্য সকল জায়গায় খুঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরবর্তী সময়ে  বালকটির বাবা আঃ কাইয়ুম  কিশোরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার জিডি নম্বর ৮৮৫ তারিখ১৯/১/২০২১  ইং।
কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান জেনে থাকলে এই মুঠোফোনে (01318907183) যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।