মোঃ আওলাদ হোসেন জেলা প্রতিনিধি ভোলা,(দৌলতখান)
আমরা যারা ভোলার সন্তান বা ভোলায় যাদের স্বজনেরা বসবাস করেন তারা সবাই কিছু হলেও জানি ভোলার মানুষ বিদ্যুৎ সমস্যা নিয়ে কি রকম যন্ত্রনার মধ্যে আছেন।ভোলা সব কিছুতেই উদ্বৃত্ত জেলা।ভোলার গ্যাস সম্পদ ব্যবহার করে যে পরিমান বিদ্যুৎ উৎপাদিত হয় তার সিকি ভাগও ভোলা পেলে,ভোলা কখনও অন্ধকারে থাকবেনা।বিডিএফআই সবসময় "ভোলার পক্ষে ভোলার পাশে" এ স্লোগান সামনে নিয়ে ভোলার বিদ্যুৎ সমস্যা কি ভাবে সমধান হবে এ নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে।বিডিএফআই বুঝতে পারলেন যে বর্তমান বিদ্যুৎ মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব ড.সুলতান আহমেদ এবং পিডিবি এর ডাইরেক্টর এডমিন সরকারের অতিরিক্ত সচিব জনাব জহিরুল হক দুইজনই ভোলার কৃতি সন্তান।বিদ্যুৎ সমস্যা সমধানের এখনেই সময়,যে চিন্তা সেই কাজ। বিডিএফআই আন্তর্জাতিক সমন্বয়ক জনাব এম জহিরুল আলমকে আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা জনাব মাহফুজুর রহমানকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট একটি বিদ্যুৎ সমন্বয় কমিটি গঠন করা হয়া।আহবায়ক ও সদস্য সচিব ১ মাস বহু শ্রম মেধা দিয়ে পুরো কমিটির মাধ্যমে একটি রূপরেখা দাড়া করান।১৩ টি দাবী রেখে ৩৮ পৃষ্ঠার একটি রূপরেখা তৈরী করেন।
এর পর ১৩/০৭/২০২০ তারিখে বিকাল ৩ টায় বিদ্যুৎ মন্ত্রণালয়ের সাথে বিডিএফআই এর ২ ঘন্টা ব্যাপী অন লাইন সভা অনুষ্ঠিত হয়।সভার শুরুতে মাননীয় বিদ্যুৎ সচিব মহোদয় আলোচক উভয় পক্ষকে ধন্যবাদ প্রদান করেন।অতপর বিদ্যুৎ সমন্বয় কমিটির আহবায়ক জনাব এম জহিরুল আলম ৩৮ পৃষ্ঠার রূপরেখা ১৩ দাবী সাবলীল ভাবে উপস্থাপন করেন।রূপরেখার আলোকে গুরুত্বপূর্ন মতামত তুলে ধরেন সাবেক খাদ্য সচিব বর্তমানে জাপানের রাষ্টদুত বিডিএফআই এর উপদেষ্টা জনাব শাহাবুদ্দিন আহমেদ,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সচিব,পরিকল্পনা কমিশনের সদস্য ভোলার গর্বিত সন্তান জনাব আবুল কালাম আজাদ,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব,পিডিবি এর ডাইরেক্টর এডমিন জনাব জহিরুল হক,
জনাব ফজলুল কাদের মজনু মোল্লা,সভাপতি ভোলা জেলা আওয়ামীলীগ।
জনাব মাহাবুবুর রহমান হিরন, সাবেক প্রেসেডিয়াম যুবলীগ,
বাংলাদেশ সরকারের সিআইপি,বিবিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব ইন্জিনিয়ার আবু নোমান হাওলাদার।বিডিএফআই সম্মানীত সভাপতি লায়ন আবুল কাশেম এমজেএফ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মাহফুজুর রহমান,সাধারন সম্পাদক জনাব এম এ মজিদ,যুগ্ন সম্পাদক জনাব বশির উদ্দিন ও জাকির হোসন,
সাংগঠনিক সম্পাদক জনাব
মিজানুর রহমান ও জনাব হোসেন সোহরাব উদ্দিন শাহ।রাজশাহী সার্কেল সভাপতি জনাব মিয়া জগলুল শাহদত,চট্টগ্রাম সার্কেল সভাপতি জনাব বাহার।অতপর বিডিএফআই এর ১৩ টি দাবীর সাথে একাত্মতা ঘোষনা দিয়ে মতামত প্রদান করেন,জনাব মোঃ বেলায়েত হোসেন, মাননীয় চেয়ারম্যান, পিডিবি।
জনাব গোলাম কিবরিয়া,ব্যবস্থাপনা পরিচালক, পিজিসিবি।
মেজর জেনারেল মঈন উদ্দিন (অব:)
মাননীয় চেয়ারম্যান, পল্লী বিদ্যুতায়ন বোর্ড।
জনাব সফিক উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক,ওজোপাডিকো।সর্বশেষ সভার সভাপতি জনাব ড.সুলতান আহমেদ,মাননীয় সচিব বিদ্যুৎ মন্ত্রণালয় সবার কথার আলোকে ঘোষনা দেন যে বিডিএফআই ১৩ দাবী বাস্তবায়নে ব্যবস্থা নেওয়া হবে।