নিজস্ব প্রতিবেদক,যশোর : যশোরের ঝিকরগাছায় অগ্নিদগ্ধ হয়ে অন্তঃসত্তা পুতুল রানী দাসের মৃত্যুর ঘটনায় তার স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা হয়েছে। নিহত মা পুষ্পরানী বাদী হয়ে বৃহষ্পতিবার এ মামলা
করেছেন। এদিকে বৃহষ্পতিবার সকালে যশোর জেনারেল হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নিহতের স্বজনরা এ ঘটনায় অভিযুক্ত প্রদীপের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আসামি প্রদীপ কাউরিয়া ঋষিপাড়ার কিশোর দাসের ছেলে। প্রতিবেশীর টিউবওয়েলে যাওয়া নিয়ে যশোরের ঝিকরগাছা উপজেলার কাউরিয়া ঋষিপাড়ার চার মাসের অন্তঃসত্তা পুতুল রানী দাসের সাথে তার স্বামীর মঙ্গলবার রাতে ঝগড়া হয়। একপর্যায়ে স্বামীকে ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন ওই নারী এবং পরের দিন চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ ঘটনার সময় তার স্বামী তাকে বাঁচানোর চেষ্টা করেনি। যে কারণে নিহতের মা বৃহষ্পতিবার বাদী হয়ে ঝিকরগাছা থানায় হত্যার অভিযোগে এজাহার করেছেন। মামলায় উল্লেখ করা হয়েছে দীর্ঘদিন ধরে চলে আসা পারিবারিক সহিংসতার জের ধরে পরিকল্পিতভাবে পুতুলকে হত্যা করেছে তার স্বামী প্রদীপ।পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন জানান, তারা অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করেছেন এবং তা খতিয়ে দেখা হচ্ছে। যাতে এ ঘটনায় যৌক্তিক বিচার হয়। সকালে যশোর জেনারেল হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। যশোর জেনারেল হাসপাতালে মরদেহ নিতে আসা পুতুল রানীর ঠাকুর দা (দাদা) মাধব দাস বলেন,
প্রদীপ দীর্ঘদিন ধরে তার পুতনিকে নির্যাতন করে আসছিল। অনেকবার শালিস করা হলেও কোন ফল হয়নি। প্রতিদিন রাতে বাড়ি ফিরে পুতুলকে
মারপিট করতো। এবার ওকে পুড়িয়ে মেরে ফেলল। আমি ওর ফাঁসি চাই।
যশোর বিমান বন্দরকে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের নামে নাম করণের দাবিতে মানববন্ধন
যশোর বিমান বন্দরকে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের নামে নাম করণের দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন হয়। যশোর কমিউনিটি নামে একটি সামাজিক সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে।মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, দেশের কয়েকটি বিমান বন্দর কয়েকজন বীর শ্রেষ্ঠর নামে নাম করণ করা হয়েছে। এজন্য বৃহত্তর যশোরের সন্তান হিসেবে যশোর বিমান বন্দরকে নূর মোহাম্মদের নাম নাম করাণ করা হোক।
অভয়নগরে ইজিবাইক ছিনতাইয়ের চারজন আটক
যশোরের অভয়নগরে ইজিবাইক ছিনতাইয়ের সময় পুলিশ ৪জনকে আটক করেছে। আটককৃতরা হলো, অভয়নগরের বুইকারা গ্রামের ফজর আলীর ছেলে ইমন গাজী, ফজলু আলীর ছেলে মোহাম্মদ মুজাহিদ
গাজী, বাবু পাঠানোর ছেলে রাকিব পাঠান, মৃত নিজাম শেখের ছেলে মেহেদি হাসান। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।থানা সূত্রে জানা গেছে, অভয়নগর উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত আকবর আলী শেখের ছেলে মোস্তাফিজুর রহমান বুধবার রাত সাড়ে ১০টার দিকে নওয়াপাড়া থেকে তালতলা যাওয়ার সময় আকিজ জুট মিলের সামনে পৌছুলে আটককৃতরা ইজিবাইক ছিনতাই করার চেষ্টা করে। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে আটক করে। পরে তাদেরকে পুলিশে সোপার্দ করা হয়।যশোর গোয়েন্দা পুলিশের অফিসার মোরশেদ আলম ছিনতাইয়ের সময় ৪জন আটকের কথা স্বীকার করেছেন।
চৌগাছায় জিন ছাড়ানোর নাম করে শিশুকে ধর্ষণ
জিন ছাড়ানোর নাম করে চৌগাছায় এক শিশুকে (১০) ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় ওই শিশুর পিতা, চৌগাছা উপজেলার তিলকপুর গ্রামের বাসিন্দা বৃহস্পতিবার থানায় মামলা দিয়েছে। মামলায় আসামি করা হয়েছে একই গ্রামের মোহাম্মদ আমজেদ আলীর ছেলে
এনায়েত আলীকে (৫০)।দায়েরকৃত এজাহারে উল্লেখ করা হয়, ওই শিশুকে কথিত জিনের আছর আছে বলে তার পরিবারের লোকজন মঙ্গলবার (৩ নভেম্বর) এনায়েতের কাছে নিয়ে যায়। ওই দিন রাতে চৌগাছার ইন্দ্রপুর মানিক শাহ পীরের দরবারে নিয়ে যায় শিশুটিকে। রাত ৮টার দিকে এনাছেু শিশুটিকে পীরের দরবারের পাশের পেয়ারা বাগানে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি শিশুর পরিবার পরদিন জানতে পেরে থানায় অভিযোগ দেয়। পুলিশ অভিযোগটি রেকর্ড করেছে।যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ) তৌহিদুল ইসলাম শিশু ধর্ষণের অভিযোগে মামলা রেকর্ডের ব্যাপারে সত্যতা নিশ্চিত করেছেন।