মিঠুন কুমার রাজ,
পিরোজপুর জেলা প্রতিনিধি।
মহামারী করোনা, সেই দুর্যোগ কাটিয়ে না উঠতে ঘূর্ণিঝড় আম্ফানের পূর্বাভাস ভাবিয়ে তুলেছে উপকুলবাসিকে । এই মহাদুর্যোগের সময়ে আবার আরেকটি ঘূর্ণিঝড় “আম্ফান” ধেয়ে আসছে আমাদের দিকে। আগামী ১৯-২০ মে আঘাত হানতে পারে ভোলাসহ উপকূলীয় অঞ্চলগুলোতে। বর্তমানে আমাদের ভোলা জেলাকে ৭নং বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বুধবার (২০ মে) বিকাল থেকে সন্ধ্যার মধ্যে আম্ফান পশ্চিমবঙ্গের দীঘা এবং বাংলাদেশের হাতিয়ার মাঝামাঝি এলাকা অথাৎ ভোলা জেলার উপর দিয়ে উপকূল অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।
ভারতের আবহাওয়া অফিস বলছে, এ ঝড় আরও শক্তিশালী হয়ে সুপার সাইক্লোনে পরিণত হতে পারে, তখন এর বাতাসের গতি ঘণ্টায় ২৬৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। তবে উপকূলে পৌঁছনোর আগে সামান্য কমে আসতে পারে এর শক্তি।
ঘূর্ণিঝড় এবং অমাবস্যার প্রভাবে উপকূলীয় জেলা ভোলা, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি,( পিরোজপুর ), বরগুনা, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট ও তাদের অদূরবর্তী দ্বীপ এবং চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪ থেকে ৫ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।