মোঃইয়ামিন সরকার আকাশ
কুড়িগ্রাম প্রতিনিধি
করোনা মহামারিতে গোটা পৃথিবী যেখানে স্থবির,, সেখানে বাংলাদেশ ও এর বাইরে নয়। প্রায় ২ মাস ধরে দেশ লকডাউন,,,আমাদের মত গরীব দেশে, যারা দিন এনে দিন খায়,, তাদের কাছে ২ বেলা খাওয়া টাই চ্যালেন্স হয়ে দাড়িয়েছে। এর উপর আবার সামনে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ২ বেলা খাওয়া টাই যাদের কাছে কষ্টকর, তাদের আবার ঈদে সেমাই, চিনি কিনে খাওয়া টা স্বপ্নের মত।
আলহামদুলিল্লাহ্!
আমাদের উমরমজিদ ইউনিয়নের ঘুমারুভীমশীতলা
মৌজার (০১) নং ওয়ার্ডের মৌলভীপাড়া গ্রামের
যুবকদের উদ্দোগে
"প্রচেষ্টা উন্নয়ন ফাউন্ডেশন" এর মাধ্যমে ঈদ-উল ফিতর উপলক্ষে গরিব, অসহায় মানুষদের মাঝে (৭০ পরিবারের জন্য) ঈদ সামগ্রী বিতরণ করে। যাতে তাদের ঈদ টাও আনন্দ ময় হয়।
সহযোগীতায়ঃ এ.বি.এম সরওয়ার-ই-অালম সরকার (জীবন).
মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব।